১৪/১২/২০১৭ –২0/১২/২০১৭ (প্রথম গ্রুপ )
২২/১২/২০১৭ –২৮/১২/২০১৭(দ্বিতীয় গ্রুপ )
প্যাকেজের অন্তর্ভুক্ত
* ঢাকা-শিলিগুড়ি-ঢাকা এসি বাস টিকেট।
* সকল ধরনের যাতায়েত খরচ।
* ভিসা প্রোসেসিং।
* খাবার: ভারত ভূখণ্ডে মেনু নির্ধারিত খাবার (সকালের নাস্তা ৫টি,রাতের খাবার ৫টি)
* রিজার্ভড গাড়িতে সাইটসিয়িং, গাড়ির ধরন: টাটা সুমো (৮/১০ সিট)/ট্যাক্সি (৪ সিট)
* অভিজ্ঞ গাইড সুবিধা।
============================================
বুকিং কনফার্ম করার পূর্বে অবশ্যই সম্পূর্ন ইভেন্ট বিবরন ও বিস্তারিত পড়ে নিবেন।
বুকিংয়ের এর জন্য "Book Now" বাটন টি প্রেস করে সহজেই নিজের বুকিং টি করে ফেলতে পারেন। আমাদের অপারেটর আপনাদের কে কল করে বুকিং টি নিশ্চিত করবেন।
অথবা বুকিংএর সহায়তার জন্য কল করুন 09613100100, 01811480834
আমাদের Official ফেইসবুক পেইজেও জানাতে পারেন। https://www.facebook.com/tour.com.bd/
============================================
প্যাকেজের অন্তর্ভুক্ত নয়
* ভিসা ফি-৬০০/-
* ট্রাভেল ট্যাক্স-৫০০/-
*মেডিক্যাল সার্ভিস
* ব্যক্তিগত খরচসমুহ
*এনি বর্ডার টিপস(৫০০)
*দুপুরের খাবার
*অনাকাঙ্খিত পরিস্থিতির খরচ
*যা অন্তর্ভূক্ত করা হয়নি এমন খরচ
======শিশু পলিসি======
০-৩ বছর :কোন খরচ লাগবেনা (বাবা মার সাথে থাকবে, বাসে বাবা মার সাথে বসবে, আলাদা খাবার পাবেনা )
সাথে যা বহন করতে হবে:
*দার্জেলিং ও ভূটান ঢাকার চেয়ে ঠাণ্ডা হওয়ায় হালকা ও ভারী শীতের কাপড়।
*বৃষ্টি থেকে নিরাপদ থাকতে ছাতা/ রেইনকোট।
*পাহাড়ি পথে হাটার জন্য কেডস।
*রোদ থেকে নিরাপদ থাকতে সানগ্লাস, সানক্যাপ।
*বাইনোকুলার, ক্যামেরা।
*টুথপেস্ট, টুথব্রাশ, তাওয়েল, স্লিপার।
*জরুরি ঔষধ। ফার্স্ট এইড ব্যান্ডেজ।
================================================
ভিসা প্রসেসিং করার প্রয়োজনীয় ডকুমেন্টসের তালিকাঃ
ভিসার জন্য যেসব ডকুমেন্ট জমা দিতে হবে
০১. সাতমাসের মেয়াদসহ পাসপোর্ট। একাধিক/পুরাতন পাসপোর্ট থাকলে সেটিও জমা দিতে হবে।
০২. ভিসাসহ (যদি থাকে) পাসপোর্টের প্রথম দুই পৃষ্ঠার ফটোকপি।
০৩. দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি সাইজের ল্যাব প্রিন্ট ছবি, ব্যাকগ্রাউন্ড সাদা।
০৪. তিন মাসের ব্যাংক ষ্টেটমেন্ট। ব্যালেন্স কমপক্ষে ২০,০০০/= টাকা। ব্যাংক হিসাব না থাকলে ২০০ ডলার এন্ডোর্সমেন্ট অথবা এন্ডোর্সমেন্ট এর জন্য অতিরিক্ত ২০০ টাকা।
০৫. বর্তমান ঠিকানা নিশ্চিতকরণের জন্য ইলেক্ট্রিক বিলের মূল ও ফটোকপি।
০৬. ন্যাশনাল আইডি কার্ড অথবা ১৮ বছরের কম হলে জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
০৬. হালনাগাদ ট্রেড লাইসেন্সের ফটোকপি। লিমিটেড কোম্পানি হলে আর্টিকেল অব মেমোরেন্ডামের ফটোকপি। ব্লাঙ্ক বিজনেস প্যাড। (ব্যবসায়ীদের ক্ষেত্রে)।
০৭. নো অবজেকশন সার্টিফিকেটের মূল কপি (চাকরিজীবীদের ক্ষেত্রে)।
০৮. ভিজিটিং কার্ড।
০৯. অফিস আইডি কার্ড (চাকরিজীবীদের ক্ষেত্রে)।
১০. স্টুডেন্ট আইডি কার্ড (ছাত্রদের ক্ষেত্রে)।
=====================================
- আমাদের কোন প্যাকেজে কোন প্রকার সার্ভিস চার্জ / হিডেন চার্জ নেই
(ঢাকা থকে শিলিগুড়ি-শিলিগুড়ি থেকে ঢাকা বাসে থাকাকালীন সময়ে আমরা কোন খাবার দেব না)
=====================================
প্রথম দিন
সকাল ৯টা: বুড়িমারী ও চ্যাংড়াবান্দা ইমিগ্রেশনের কাজ সম্পন্ন।
বেলা ১টা: শিলিগুড়ি পৌছানো
বেলা ১টা ৩০ মিনিট: দুপুরের খাবার গ্রহণ। স্থান: হোটেল সেন্ট্রাল প্লাজা।
বেলা ২টা ৩০ মিনিট: দার্জেলিং এর উদ্দেশ্যে রওনা দেওয়া পাহাড়ি আকা বাকা পথ বেয়ে ৩ ঘন্টা পরে দার্জেলিং এ পৌছানো
রাত ৯টা: রাতের খাবার গ্রহণ।
রাতে হোটেলে অবস্থান।
দ্বিতীয় দিন
রাত ৪টা: টাইগার হিলের উদ্দেশ্যে যাত্রা শুরু। ফেরার পথে বাতাশিয়ালূপ এবং গুমমোনাসট্রে ভিজিট
সকালের নাস্তা:দার্জেলিং হোটেল
সকাল ৮টা: দার্জেলিং সাইটসিয়িং। স্থান: পিচপ্যাগোডা,জাপানিচ টেমপল,রক গার্ডেন,টি গাডেন,জোলোজিক্যাল পার্ক.টেনজিন রক, বোম্বে রক।
বেলা ২টা: দুপুরের খাবার গ্রহণ। স্থান: দার্জেলিং হোটেল।
বেলা ৩টা: ব্যক্তিগত সময়, শপিং।
রাত ৯টা: রাতের খাবার। স্থান: দার্জেলিং হোটেল।
রাতে হোটেলে অবস্থান।
তৃতীয় দিন
সকাল ৬টা: ভূটান এর উদ্দেশ্যে যাত্রা শুরু। পথে সকালের নাস্তা।
বেলা ১১ টায় জয়গা পৌছে ইন্ডিয়া এবং ভূটানের বর্ডার এর কাজ সম্পন করা ফুয়েনশিলং এ দুপুরের খাবার গ্রহণ।
সন্ধ্যা ৬টা: থিম্পুর হোটেলে পৌঁছানো।
রাত ৮টা: রাতের খাবার গ্রহণ।
রাতে হোটেলে অবস্থান।
চতুর্থ দিন
সকাল ৮টা: সকালের নাস্তা।
সকাল ৯টা: উডেন ব্রিজ,চেরি মোনাসট্রে,বো্দ্দা পয়েন্ট,মেমরিয়াল চোরটেন,কিং প্যালেস,হেরিটেজ মিউজিয়াম,মিনি জু,ন্যাশনাল টেক্সটাইল মিউজিয়াম,সেমটোকা দোজং।রাতে হোটেলে অবস্থান এবং রাতের খাবার গ্রহন।
৫ম দিন।
সকাল ৮টা: সকালের নাস্তা।
সকাল ৯ টা পারোর উদ্দেশ্যে যাত্রা শুরু
পারো সাইটসিয়িং। স্থান: পারো ভ্যালি-তা দোজং, রিংপু দোজং,ফোর্ট আব দিউকলি দোজং,টাইগারনেস্ট
রাত ৮টা: রাতের খাবার গ্রহন এবং হোটেলে অবস্থান।
৬ষ্ঠ দিনঃ
সকাল ৬ টায়ঃসাকালের খাবার গ্রহন এবং বাংলাদেশের উদ্দেশ্য যাএা শুরু
বেলা ১১ টায় ভূটান এবং ইন্ডিয়ার ইমিগ্রেশন কাজ সম্পন।দুই ঘন্টা বাজার করার জন্য সময় দেওয়া হব। বেলা ২টায় চেংড়াবান্দা বর্ডারের উদ্দেশে যাত্রা শুরু বিকাল ৪ টায় বর্ডারের কাজ সম্পন। সন্দা ৭ টাঃ ঢাকার উদ্দেশ্য য়াএা শুরু।
৭ম দিনঃ সকাল ৭টায় ঢাকা পৌছানো।
বি:দ্র:
* ভিসা প্রোসেসিং এর খরচ সহ, কোন ধরনের ই টোকেন বা দালালের পিছনে ঘোরাগুরি না করে একই খরচে ঘুরে আসুন দার্জিলিং ও ভুটান থেকে, ট্রানজিট ভিসা প্রোসেসিং করার দায়িত্ব আমাদের।
* ট্যুর ডট কম ডট বিডি যেকোনো পরিস্থিতি এড়ানোর জন্য যেকোনো প্যাকেজ পরিবর্তন করার অধিকার সংরক্ষন করে ।
১ম দিন
দুপুরের খাবার: দুপুরের খাবার নিজ ব্যবস্থাপনায় গ্রহণ
রাতের খাবার: সাদা ভাত/ রুটি, সবজি, মাছ, ডাল। স্থান: দার্জেলিং ।
দ্বিতীয় দিন
সকালের নাস্তা: তেল পুরি (পরাটা), সবজি, ডিম, চা। স্থান: দার্জেলিং।
দুপুরের খাবার: দুপুরের খাবার নিজ ব্যবস্থাপনায় গ্রহণ
রাতের খাবার: সাদা ভাত, ডিম ভুনা, সবজি, ডাল। স্থান: দার্জেলিং।
তৃতীয় দিন
সকালের নাস্তা: আলু পরাটা, সস, আচার, চা। স্থান: দার্জেলিং
দুপুরের খাবার: দুপুরের খাবার নিজ ব্যবস্থাপনায় গ্রহণ
রাতের খাবার: সাদা ভাত, মুরগির মাংস, সবজি, ডাল্।স্থানঃথিম্পু
চতুর্থ দিন
সকালের নাস্তা: পরাটা (তেল পুরি), সবজি, ডিম, চা। স্থানঃথিম্পু
দুপুরের খাবার: দুপুরের খাবার নিজ ব্যবস্থাপনায় গ্রহণ
রাতের খাবার: সাদা ভাত, মুরগির মাংস, সবজি, ডাল স্থানঃথিম্পু
পঞ্চম দিনঃ
সকালের নাস্তা: পরাটা (তেল পুরি), সবজি, ডিম, চা। স্থানঃথিম্পু
দুপুরের খাবার: দুপুরের খাবার নিজ ব্যবস্থাপনায় গ্রহণ
রাতের খাবার: সাদা ভাত, মাছ সবজি, ডাল্।স্থানঃপারো।
ষষ্ঠ দিনঃসকালের নাস্তা: পরাটা (তেল পুরি), সবজি, ডিম, চা। স্থানঃপারো
বিশেষ দ্রষ্টব্য:
০১. নির্ধারিত খাবার খেতে কারো সমস্যা হলে কমপক্ষে ১২ ঘণ্টা পূর্বে জানাতে হবে।
০২. খাবারের মেনু পূর্ব ঘোষণা ছাড়াই পরিবর্তন করার ক্ষমতা টিম লিডারের থাকবে।
০৩. খাবারের মেনু নির্ধারণ করতে টিম লিডারের সিদ্ধান্তই চূড়ান্ত।
০৪. বাংলাদেশের রান্না ও ভারতের –ভূটানের রান্না ভিন্ন হওয়ায় খাবার গ্রহণে সমস্যা হতে পারে।
০৫. খাবারের সমালোচনা না করে পরামর্শ কাম্য।
০৬. বিশেষ কোনো খাবার খেতে ইচ্ছা হলে টিম লিডারকে জানাতে হবে।
যে সব কথা মনে রাখতে হবে
> ভ্রমন চলাকাীলন যেকোন সমস্যা হতে পারে। তা মেনে নেওয়ার মন মানসিকতা নিয়েই অংশগ্রহন করবেন।
> যেকোন সমস্যা অংশগ্রহনকারী সকলে মিলে সমাধানের চেষ্টা করবেন।
> সকল নিয়ম কানুন অবশ্যই মেনে চলার দৃষ্টিভঙ্গি নিয়েই অংশগ্রহন করত হবে।
> কোন ভাবেই অতিরিক্ত দু:সাহসিকতা দেখানো যাবেনা।
> দলছাড়া হয়ে ঘুরা যাবে না। বিশেষ প্রয়োজনে দলকে জানিয়ে যাওয়া যেতে পারে।
> অন্য কোন সদস্যের সাথে আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। করার পর ক্ষতিগ্রস্ত হলে তার দায়ভার নিজের উপরেই বর্তাবে।
> দলের কাউকে কষ্ট দিয়ে কোন কথা বা কাজ করা যাবে না।
> সকল সমস্যা শান্তিপূর্ন ভাবে মিটানোর চেষ্ঠা থাকতে হবে।
> কোন প্রকার মাধক এর সাথে সম্পৃক্ত থাকা যাবে না, বহন তো করাই যাবে না।
> ধুমপায়ীগন অধুমপায়ীদের থেকে নির্দিষ্ট দূরত্বে থেকে ধুমপান করবেন। থাকার রুমে ধুমপান করা যাবে না।
> মহিলা, বাচ্চা ও অসুস্থদের অগ্রাধিকার দেওয়ার মন মানসিকতা রাখবেন।
> নির্দিষ্ট সময়ে ইভেন্ট ফি পরিশোধ করতে হবে। >
সম্পূর্ন ইভেন্ট বিবরন ও বিস্তারিত পড়ে অংশগ্রহন করতে হবে।
Place to visit:
Darjelling(Tea garden,Himalayan, Zoological park, Ropeway, Tenzing rock,Boombay rock,Tibetan refugee,Tiger hill,Batasia loop,Rock Garden)
Thimphu (Kings Memorial chortes, Institute of Traditional Medicine,Heritage museum, National textile Museum, Mini zoo,Semtokha dzong.
Paro : Paro valley –ta Dzong, Rinpung Dzong, Fort of Deukyel Dzong.
HOTEL NAME:
Travellers paradise/Dewachen Retreat/Villa Royalle/similier Darjelling/similer
Shangri-la residency /similar Thimphu
Tashi Lhading Home Stay Resort/Phunsum hotel (Paro) Or similer category hotel.
Days : 6 | Nights : 7